ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুধু কুমারীরাই সুযোগ পেতেন বলিউডে: মাহিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম অভিনেত্রী মাহিমা চৌধুরী। শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেই অভিনয় জগতে যাত্রা করেন তিনি। এরপর ব্যবসাসফল সব সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গাও তৈরি করে নিয়েছিলেন। সম্প্রতি বলিউডের একাল-সেকাল নিয়ে গণমাধ্যমে মুখ খুলছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে তিনি নায়িকাদের তৎকালীন পরিস্থিতি নিয়ে কথা বলেন। 

তিনি বললেন, ‘‘ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি আগের থেকে অনেকটাই আলাদা। নায়িকাদের অবস্থার উন্নতি হয়েছে। তাদের ভালো চরিত্র, ভালো পেমেন্ট, এনডোর্সমেন্ট দেওয়া হচ্ছে।’’

একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কীভাবে তার ক্যারিয়ারকে ব্যাপকভাবে প্রভাবিত করে সে ব্যাপারেও কথা বলেন এই নায়িকা।

‘‘আগে ধারণা ছিল, নায়িকা মানেই কুমারী হতে হবে। আগেকার সময় আপনি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা সামনে আসলেই সিনেমা থেকে বের করে দেওয়া হতো। কারণ শুধু ভার্জিন নায়িকাদেরই পছন্দ করা হতো।’’ 

তিনি আরো বলেন, ‘‘ জীবনে একটা চুম্বন পর্যন্ত করেনি এমন মেয়েদের চাইত ইন্ডাস্ট্রি। এই কারণে যদি আপনি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, বাইরে যান, তাহলে তার সম্পর্কে বলা হত, ‘ওহ, সি ইজ ডেটিং!’’

শুধু নায়িকা নয়, নায়কদের ক্ষেত্রেও নাকি এমন অনেক কিছুর মুখোমুখি হতে হত বলে দাবি মাহিমার। 

নায়িকার দাবি, ‘কেয়ামত সে কেয়ামত তাক’ মুক্তির সময় নাকি আমির বিবাহিত সেই খবরটা চেপে রাখা হয়েছিল। নায়ক-নায়িকারা তাদের সন্তানদের ছবি প্রকাশ্যে আনতেন না, যদি তাদের বয়স নিয়ে আলোচনা শুরু হয়। এই সব পরিস্থিতি এখন বদলে গেছে।

সূত্র: জি নিউজ
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি