ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুষ্পা’র ঝুঁড়িতে দু’দিনেই ১০০ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

তিন দিন হলো মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’। অল্লু অর্জুন অভিনীত এই দক্ষিণী ছবি মুক্তির তৃতীয় দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। এ এক নতুন রেকর্ড।

ভাবনার বাইরে থাকলেও সত্যি যে হলিউডের বহুল চর্চিত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটে লিখেছেন, ‘মাত্র ২ দিনেই সারা বিশ্বে পুষ্পা ১০০ কোটি টাকার ব্যবসা করেছে।’

সিঙ্গল স্ক্রিনগুলিতে রমরমিয়ে চলছে 'পুষ্পা: দ্য রাইজ'। 

আমেরিকায় এই ছবি আয় করেছে ১৩ লক্ষ ডলার। অস্ট্রেলিয়াতেও ৯১ লক্ষের বেশি টাকার ব্যবসা করেছে লাল চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি।

অল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা, ফহাদ ফাসিক এবং সামান্থা প্রভুর মতো অভিনেতারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’র পর বক্স অফিসে কাঙ্ক্ষিত ব্যবসা করছে এই ছবি।

নিজের ছবির প্রতি প্রথম থেকেই ভরসা রেখেছিলেন অল্লু অর্জুন। ‘স্পাইডার-ম্যান’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রতিযোগিতা নিয়েও বিশেষ চিন্তায় ছিলেন না দক্ষিণী অভিনেতা।

ছবি মুক্তির আগে তিনি বলেছিলেন, “মানুষকে প্রেক্ষাগৃহে ফেরাবে ‘স্পাইডারম্যান’। তেমনই ভারতীয় দর্শককে প্রেক্ষাগৃহে টানবে ‘পুষ্পা’। আবার সিনেমাকে উদযাপন করার সময় এসেছে।”

সূত্রঃ আনন্দবাজার

আরএমএ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি