ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পানামা পেপার মামলায় ঐশ্বরিয়া রাই’কে ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৫৯, ২০ ডিসেম্বর ২০২১

ঐশ্বরিয়া রাই এই নাম শুনলেই যেনো আগ্রহ জাগে সবার মনে । বলিউড কাঁপানো এই অভিনেত্রী নাম এবার পানামা পেপার মামলায়। ভারতীয়  সংবাদসংস্থা এএনআই এর তথ্য অনুযায়ী, বিদেশে সম্পদ রাখার জন্য ঐশ্বরিয়াকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ।​​​​​​​

সোমবারই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে ঐশ্বরিয়াকে তলব করা হয়েছে।

এর আগেও ঐশ্বরিয়াকে দু’বার  ইডি’র পক্ষ হতে তলব করা হয়েছিল। তবে, তখনও তিনি হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এ বারও নাকি তিনি সময় চেয়েছেন।

‘পানামা পেপারস’ হল ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি, যা ২০১৬ সালের এপ্রিল মাসে ফাঁস হয়েছিল।

বিভিন্ন দেশের অনেক মানুষ বিদেশে কত পরিমাণ সম্পত্তি গচ্ছিত রেখেছেন, তা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল সে সময়।

নথিগুলির কিছু ১৯৭০ এর দশকের। পানামার একটি ল ফার্ম এবং কর্পোরেট পরিষেবা প্রদানকারী মোসাক ফনসেকা এই নথি তৈরি করেছিল।

এর আগে পানামা পেপারে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছিলো নওয়াজ শরিফকে।

আর এই একই বিষয়ে এবার অমিতাভ বচ্চনসহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছে ভারত সরকার।

পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্র জানিয়েছিল, বিষয়টির ওপর তারা নজর রাখছে।

সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া গিয়েছে। ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে। 

তবে এর পর এই মামলা সম্পর্কে খবর তেমন ভাবে কোন খবর প্রকাশ্যে আসেনি।

সূত্রঃ আনন্দবাজার

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি