ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমায় দেখা যাবে ‘জিরো ফিগার’ নায়িকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

‘জিরো ফিগার’ শব্দটি শুনলেই সবার চোখে ভাসে বলিউডের কোনও নায়িকার মুখ। কারণ ঢাকাই সিনেমায় এখন পর্যন্ত জিরো ফিগারের কোনো নায়িকাকে দেখা যায়নি। মাঝারি গড়নের নায়িকারাই বাংলা সিনেমার পর্দায় উঠে এসেছেন বরাবর। এবার সেই ধারা ভাঙতে চলেছে। প্রথমবারের মতো জিরো ফিগারের নায়িকা আসছে দেশিয় চলচ্চিত্রে।

খবরটি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের ওয়েব সিনেমা ‘মোনা’তেই দেখা যাবে সেই নায়িকাকে। যার নাম আরিয়ানা জামান।

সোশ্যাল মিডিয়ায় এ তরুণীর দুটি ছবি পোস্ট করে প্রতিষ্ঠানটি দাবি করেছে, “এই প্রথম জাজ ‘জিরো ফিগার’র একজন সুন্দরী নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসবে।”

জাজ তাদের ফেসবুকে আরো লিখেছে , “আমরা কি ‘জিরো ফিগার’ বা ‘সুন্দর ফিগার’-এর জন্য সবসময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠিদের দেখে যাব? ঢালিউডে কি কেউ আসবে না? 

আমাদের সিনিয়ররা এখনো বলেন, বাংলাদেশের দর্শক ‘জিরো ফিগার’ পছন্দ করে না। কিন্তু জাজ তা বিশ্বাস করে না। পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক ও রুচিসম্মত। 

এই সময়ের দর্শক যুগের সাথে ও সময়ের সাথে তাল মিলিয়ে চলে। সেকথা মাথায় রেখে জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে।”

আরিয়ানা জামানের সম্পর্কে জাজ লিখেছে, “আরিয়ানা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ ২য় সেমিস্টারে পড়ছেন। তার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে তিনি দারুণ পারদর্শী। ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, ‘মোনা’ ওয়েব ফিল্মে আরিয়ানা জামান ছাড়াও থাকছেন আহমেদ রুবেল, দীপা খন্দকার, তারিক আনাম খানের মতো গুণী অভিনয়শিল্পীরা।

এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি