ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই ‘রেহানা মরিয়ম নূর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২৩ ডিসেম্বর ২০২১

চলতি বছর ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়ে সাড়া ফেলে দিয়েছিলো বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি বিদেশি ভাষা বিভাগে অস্কারেও জমা পড়েছিল। বুধবার আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রাথমিক ভোটের জন্য রাখা ১৫টি সিনেমার নাম প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। যেখানে পাওয়া যায়নি আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার নাম।

৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা এটি, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।

চলতি বছরের ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা

গ্রেট ফ্রিডম (অস্ট্রিয়া), প্লেগ্রাউন্ড (বেলজিয়াম), লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম (ভুটান),  ফ্লি (ডেনমার্ক), কম্পার্টমেন্ট নম্বর সিক্স (ফিনল্যান্ড), আই’ম ইউর ম্যান (জার্মানি), ল্যাম্ব (আইসল্যান্ড), অ্যা হিরো (ইরান), দ্য হ্যান্ড অব গড (ইতালি), ড্রাইভ মাই কার (জাপান), হাইভ (কসোভো), প্রেয়ারস ফর দ্য স্টোলেন (মেক্সিকো), দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে), প্লাজা ক্যাটেড্রাল (পানামা), দ্য গুড বস (স্পেন)।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি