ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমার ভুল নিয়ে বইও লেখা যাবে: নুসরাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ২৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নিজেকে নিয়ে এবার খোলামেলা আলোচনায় মাতলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়ায় নিজের চ্যাট শো-তে নিজেরই গোপন তথ্য ফাঁস করলেন এই সাংসদ অভিনেত্রী। এর আগে তার এই শো-তে দেখা গিয়েছে টলিপাড়ার জনপ্রিয় সব মুখগুলো। কিন্তু  এদিন নিজের শো-এর অতিথি হয়েছেন তিনি নিজেই। জীবনের সাহসী সিদ্ধান্ত থেকে জীবনে করা ভুল, সব কিছু নিয়েই খোলামেলা আড্ডা দিয়েছেন তিনি।

এদিন সরাসরি দর্শকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন নুসরাত জাহান। এক দর্শক তাকে জিজ্ঞেস করেন, নিজের জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত কোনটি? 

সঙ্গে সঙ্গেই অকপটে উত্তর দেন নুসরাত। বলেন ‘‘আমি মিনিটে মিনিটে, ঘণ্টায় ঘণ্টায় সাহসী সিদ্ধান্ত নিয়ে থাকি। মা হওয়ার সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত।’’

এই উত্তরের সঙ্গে যোগ করে নুসরাত আরো বলেন, ‘‘জীবনে সাহসী সিদ্ধান্ত নিতে গিয়ে এত ভুল করেছি যে, আমার ভুল নিয়ে আস্ত একটি বই লেখা যাবে।’’

নুসরাত আরও জানান মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর শরীরের নানা রকম পরিবর্তন আসতে শুরু করে তার। 

তিনি বলেন, ‘‘গর্ভে সন্তান থাকাকালীন শরীরে হরমোনের তারতম্যের ফলে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ থাকত না আমার। ছোট্ট ছোট্ট বিষয়ে কারণ-অকারণে কেঁদে ফেলতাম , বাড়ির গাছ মারা গেলেও কেঁদে ফেলতাম। আবার কারণে-অকারণেও খুশি হতাম।’’

প্রেগন্যান্সি ক্রেভিং নিয়েও মুখ খোলেন এই অভিনেত্রী। তিনি জানান, জীবনে কোন দিন যেটা খাননি সেটাই সব থেকে বেশি খেতে ইচ্ছে করতো তার। রাত তিনটার সময় উঠেও সবসময়ের অপ্রিয় কলা খেতেন অভিনেত্রী।

মাতৃত্বকালীন অবস্থায় নিজের শারীরিক পরিবর্তন নিয়েও কথা বলেছেন নুসরাত। গর্ভাবস্থায় তাকে ট্রোলড করা হয়েছিলো তার নাকের আকার বৃদ্ধি ও ঠোট নিয়ে। 

সেই সব ট্রোলারদের উদ্দেশ্যো নুসরাত বলেন, ‘‘যারা ভাবে যে আমি নাকের সার্জারি করিয়েছি তাদের উদ্দেশ্যে বলি, হরমোনের তারতম্যের জন্যই আমার নাকটা বড় হয়ে গিয়েছিল। তবে এখন যেহেতু সন্তানের জন্ম দিয়ে ফেলেছি, তাই ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরে আসছি।’’

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি