ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুর্ঘটনার কবলে নোরা ফাতেহির গাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৩ ডিসেম্বর ২০২১

বলিউডের ডান্স কুইন নোরা ফাতেহির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে! স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নোরা ফাতেহি সে সময় সৌভাগ্যবশত: গাড়িতে ছিলেন না। ‘ড্যান্স মেরি ড্যান্স রানি’ নামের একটি অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে ছিলেন তিনি।

জানা যায়, নোরার গাড়ির চালক একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনায় কেউ আহত না হলেও দুই যানই ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাড়ি-অটোর সংঘর্ষের পরপরই আশেপাশের পথচারীরা দুর্ঘটনা স্থলে ছুটে এসে রীতিমতো জামার কলার টেনে বলি-অভিনেত্রীর চালককে নামায়। অল্প বিস্তর মারধরও চলে। শেষপর্যন্ত ক্ষতিগ্রস্ত অটো চালককে ১০০০ টাকা দিয়েই ছাড়া পান নোরার গাড়ি-চালক।

প্রসঙ্গত, এই মুহূর্তে গুরু রানধাওয়ার নতুন গান ‘ড্যান্স মেরি ড্যান্স রানি’র ভিডিওতে নিজের লুক এবং নাচের জন্য চর্চায় রয়েছেন নোরা। নাচের ভিডিওতে অভিনেত্রীর অ্যাফ্রো কায়দায় স্পোর্ট করা চুলের বাঁধুনি সবার নজর কেড়েছে।

নোরা জানিয়েছেন, আন্তর্জাতিক বহু তারকাকে বিভিন্ন সমাবেশে কখনও না কখনও বিভিন্ন আফ্রিকান হেয়ারস্টাইলে দেখা গেছে। নোরা নিজেরও বহুদিনের ইচ্ছে ছিল পর্দায় অন্তত একবার কোনও আফ্রিকান হেয়ারস্টাইলের সঙ্গে নিজেকে হাজির করার। অবশেষে এই ভিডিওতে সেটি করলেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি