ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাইফ সাপোর্টে অভিনেতা আমির সিরাজী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ২৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হওয়ায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আমির সিরাজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় এ অভিনেতাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে জায়েদ খান লিখেছেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’

মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আমির সিরাজীর। কিন্তু তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা ছিল ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি