ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বড়দিনে বড়সড় ঘোষণা ক্যাটরিনার! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ২৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সপ্তাহ খানেক আগেই অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রথম ক্রিসমাস একসঙ্গে উদযাপন করছেন তারা। এই বড়দিনে বড়সড় ঘোষণা সারলেন ক্যাটরিনা। অন্যকিছু নয়, ২৫ ডিসেম্বর সকালে পরবর্তী সিনেমার নাম ঘোষণা করলেন এই নায়িকা। ‘নতুন যাত্রা’ নামের সিনেমাটির শ্যুটিং কবে শুরু হচ্ছে তা অবশ্য জানা যায়নি। 

পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে আসন্ন প্রোজেক্টে কাজ করছেন ক্যাটরিনা। ছবিতে আরও অভিনয় করেছেন দক্ষিণী স্টার বিজয় সেতুপতি। ঘোষণার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে সিনেমার টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। 

একদিকে নতুন সিনেমার ঘোষণা সারলেন ক্যাট সুন্দরী। অন্যদিকে, মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ ছবির শ্যুটিং সেরে স্ত্রী'র সঙ্গে ক্রিসমাস উদযাপন করতে মুম্বই ফিরলেন ভিকি কৌশল।

ভিকির সঙ্গে ‘স্যাম বাহাদুর’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রী ফতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রাকে। 

এদিকে বিয়ের পর মুম্বইয়ের সাগরমুখী বাড়িতে প্রথমবার ক্রিসমাস উদযাপনে মেতে উঠবেন ‘ভিক্যাট' জুটি, এমটাই আভাস রয়েছে।  

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি