ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

"মেয়ে আমাকে পাত্তাই দেয় না", দেবের কাছে সৌরভের নালিশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মা, বউয়ের চেয়েও মেয়েকে এগিয়ে রাখলেন সৌরভ, কিন্তু আফসোস সানা নাকি পাত্তাই দেয় না বাবাকে! একটা সময় ব্যাট হাতে তিনি দাপিয়ে বেরিয়েছেন ২২ গজ, এখন ভারতীয় ক্রিকেটের কড়া প্রশাসক। তবে ‘দাদাগিরি’র মঞ্চে বরাবরই দেখা মেলে এক অন্য সৌরভের। যিনি ভারতীয় ক্রিকেটের সুপারস্টার হওয়ার পাশাপাশি একজন ফ্যামিলি ম্যানও বটে।

পরিবারের নানান গল্প আড্ডার ফাঁকে ভাগ করে নেন মহারাজ। আর সেইজন্যই ‘দাদাগিরি’ সব্বার এতো ফেভারিট।

শনিবার ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়েছিলেন ‘টনিক’ দেব। টিম ‘টনিক’-এর পক্ষ থেকে যোগ দিয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তুলিকা বসু, নীল মুখোপাধ্যায়রা। 

গল্পে, আড্ডায় জমে উঠেছিল খেলা। এদিন দেব আচমকাই সৌরভের সামনে প্রশ্ন রাখেন, তার জীবনের টনিক কী? স্ট্রেট ব্যাটে খেলে দাদার জবাব, "একটা সময় আমার জীবনের টনিক ছিল ক্রিকেট। তবে এখন সেটা পালটে গেছে। এখন আমার জীবনের তিনটা টনিক। আমার মা, স্ত্রী, মেয়ে। এরপর মধ্যে তৃতীয়জন সবার আগে… আমার মেয়ে। যদিও মেয়ে পাত্তা দেয় না। এখন ২০ হয়ে গেছে তো’। 

অন্যদিকে দেবের জীবনের টনিক কী? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন- ‘সিনেমা হলের বাইরে নিজের ছবির নামের পাশে হাউজফুল বোর্ড দেখা’। যদিও খোঁচা দিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আসল টনিকটার নাম বলছে না’। এই কথা শুনে মুচকি হাসেন দেব। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ইশারা যে আদতে রুক্মিনীর দিকে ছিল তা বুঝতে অসুবিধা হবে না কারুর। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি