ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাবা হচ্ছেন অভিনেতা সিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৬ ডিসেম্বর ২০২১

স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত ছবি প্রকাশ করে সময়ের  আলোচিত নায়ক সিয়াম আহমেদ জানান দিলেন, বাবা হতে চলেছেন তিনি।

শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট দিয়েছেন সিয়াম। সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি দম্পতির তিন বছরের ঘর আলো করে আসছে নতুন অতিথি।

প্রথমবার এই দম্পতি পাচ্ছেন বাবা-মায়ের স্বাদ। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা-বন্যায় ভাসছেন তারা। 

তবে এখনই অতিথি আগমনের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করতে চাইছেন না সিয়াম। শুধু চেয়েছেন সবার দোয়া।

বললেন, "ছোট্ট এ জীবনের বড় একটা স্বপ্ন পূর্ণতা পেতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।"

দীর্ঘ দিনের প্রেমপাঠ চুকিয়ে ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তী।

২৪ ডিসেম্বর সিয়াম আহমেদ অভিনীত বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ মুক্তি পায়। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাবে তার আরেক আলোচিত সিনেমা ‘শান’। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি