ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাবনূরের গোপন তথ্য ফাঁসের হুমকি! ( ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

অনেকদিন অভিনয় থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বর্তমানে ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন এই অভিনেত্রী।

 

গেল ১৭ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। বিশেষ এদিনে ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। এ পর্যন্ত চ্যানেলটিতে তিনটি ভিডিও প্রকাশ করা হয়েছে। 

 

সম্প্রতি নতুন একটি ভিডিও শেয়ার করেন শাবনূর। যেখানে দেখা যায়, শাবনূরের

 

‘সিক্রেট’ ফাঁস করে দেয়ার হুমকি দিচ্ছেন তার বোনের মেয়ে ক্ষুদে ইউটিউবার ইনাইয়া। 

 

নতুন ভিডিওতে ইনাইয়ার সঙ্গে নাটকীয় ভঙ্গিমায় দুষ্টুমি করতে দেখা গেছে শাবনূরকে।

 

সেখানেই শাবনূরকে বশ করতে তার তার গোপন কথা ফাঁস করে দেয়ার হুমকি দেন ইনাইয়া। আর হুমকি শুনে মুহূর্তেই চুপসে যান শাবনূর। ব্ল্যাকমেইলের শিকার হয়ে নিজের ক্রেডিট কার্ডও দিতে রাজি হয়ে যান এই নায়িকা!


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি