ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নায়ক সোহেল রানা করোনায় আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ২৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৪, ২৭ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দেশিয় চলচ্চিত্রের ‘ড্যাশিং হিরো’-খ্যাত নায়ক সোহেল রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। 

রবিবার (২৬ ডিসেম্বর) রাতে জায়েদ খান তার ফেসবুক পোস্টে লেখেন, “শুধু কষ্টের খবর। বীর মুক্তিযাদ্ধা, ড্যাসিং হিরো মাসুদ পারভেজ, (সোহেল রানা) আমাদের ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।”

বীর মুক্তিযোদ্ধা, চিত্র প্রযোজক, পরিচালক সোহেল রানা (মাসুদ পারভেজ) দীর্ঘদিন অভিনয়ে নেই। করোনার মহামারির আগে থেকেই বাসায় অবস্থান করছেন। গত দুই বছর বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি। ইবাদত বন্দেগিতে সময় কাটে তার। এরই মধ্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

সোহেল রানা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি