ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বড়দিনে ছেলের জন্য কাজলের নিজ হাতে বোনা সোয়েটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:১৪, ২৭ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শাশুড়ি বীণা দেবগণ এবং ছেলে যুগ-কে নিয়ে বাড়িতেই ক্রিসমাস পার্টি করলেন কাজল। মুম্বাইয়ে থাকলে বড়দিন অন্তত পরিবারের সঙ্গেই উদযাপন করেন কাজল। বাড়িতেই এদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। তবে শুধু পার্টির আয়োজন করেই ক্ষান্ত হননি কাজল। ছেলে যুগের জন্য রীতিমতো উপহার নিয়ে 'সান্তা' হয়ে উঠেছিলেন এই বলি-অভিনেত্রী। নিজের হাতে আস্ত একটি ফুলহাতা সোয়েটার বুনে ছেলেকে উপহার দিয়েছেন কাজল। সেই ইঁটরাঙা সোয়েটার পরে মা'কে জড়িয়ে ধরে ছবিও তুলেছে ছোট্ট যুগ।

বড়দিন পালনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেছেন কাজল। একটি ছবিতে দেখা যাচ্ছে যুগ'কে নরম করে জড়িয়ে রয়েছেন তিনি। আর মায়ের হাতে বোনা সেই সোয়েটার পরে দুষ্টুমিমাখা হাসি মুখে মায়ের কাছে ঘেঁষে বসে রয়েছেন যুগ।

মা-ছেলের এই মিষ্টি ছবি দেখে নেটপাড়ার মন ভিজেছে তার প্রমাণ ছবিতে দু'লক্ষেরও বেশি লাইক।

রিয়্যাক্ট করেছেন সাবা আলি খান এবং তানিশা মুখোপাধ্যায়। শাশুড়ি বীণা দেবগণের সঙ্গে সেলফিও নিজের স্টোরিতে তুলে ধরেছেন তিনি।

প্রসঙ্গত, লকডাউন চলাকালীন সেলাইয়ে দারুণ হাত পাকিয়েছেন কাজল। মেয়ে নাইসার জন্য যে নিজের হাতে একটি কাপড় সেলাই করেছেন, সেকথাও কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি।

কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি জমকালো লাল রঙের ড্রেস পরে ছবি দিয়েছিলেন বিখ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী।

 সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, 'মনে হয়, ক্রিসমাস শুরু হয়ে গেল।'

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি