শেহনাজ গিলের বাবাকে লক্ষ্য করে গুলি
প্রকাশিত : ১২:১৩, ২৮ ডিসেম্বর ২০২১
সিদ্ধার্থ-শেহনাজ জুটি একদম মাতিয়ে রেখেছিল বলিউড অনুরাগীদের। তবে হঠাৎ অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু যেনো সবকিছু উল্টোপাল্টা করে দিয়েছে। প্রিয় বন্ধুর এমন চিরবিদায়ে বড় একা ও বেশ আড়ালে চলে যান শেহনাজ। তবে আবারও নিজেকে সবার মাঝে ফিরিয়ে আনার চেষ্টায় ছিলেন তিনি। তবে আবারও হোঁচট খেলেন তিনি। এবার অমৃতসরের রাস্তায় শেহনাজ গিলের বাবাকে লক্ষ্য করে গুলি করল দুই অজ্ঞাত ব্যক্তি।
২০২২ সালে পাঞ্জাব রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শেহনাজ গিলের বাবা সন্তোখ সিংহ সুখ বিজেপিতে যোগ দিয়েছেন। পুলিশের অনুমান, এই আক্রমণের পেছনে রাজনৈতিক কারণই রয়েছে। এখনও পর্যন্ত ওই দুই ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি পঞ্জাব পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের একাধিক অনুষ্ঠানে হাজিরা দেওয়ার পরে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সন্তোখ সিংহ। পাশে ছিলেন তার নিরাপত্তারক্ষী। এক জায়গায় শৌচালয়ে যাওয়ার জন্য গাড়ি দাঁড় করান নিরাপত্তারক্ষী। ঠিক তখনই সন্তোখের জানলার পাশে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে দু’জন ব্যক্তি বসেছিলেন। তাদের মুখ দেখার জন্য সন্তোখ জানলার কাচ নামান।
সেই মুহূর্তে সন্তোখকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বাইক-আরোহীরা। এমনই সময়ে নিরাপত্তারক্ষী দূর থেকে বাইকটির উদ্দেশে ইট ছুড়ে মারেন। কিন্তু সে সব তাদের গায়ে লাগেনি।
যদিও গুলি লাগেনি সন্তোখের গায়ে। সুস্থ আছেন শেহনাজের বাবা। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি সন্দেহজনক। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু সন্তোখের অভিযোগ, ঠিক সময়ে খবর সত্ত্বেও পুলিশ কোনও মামলা দায়ের করেনি।
সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ