ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত ‘এক্স-মেন’-এর হিউ জ্যাকম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘এক্স-মেন’-এর ‘উলভারিন’ খ্যাত অভিনেতা হিউ জ্যাকম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে নিজেই খবরটি জানিয়েছেন এই অভিনেতা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও বার্তায় হিউ জ্যাকম্যান বলেছেন, ‘‘আপনাদের জানাতে চাই যে আমি কোভিড পজেটিভ। আমার ঠাণ্ডা লেগেছে- গলায় অস্বস্তি আছে আর নাক দিয়ে পানি পড়ছে। তবে আমি ভালো আছি। সব কিছুই করতে পারছি। আশা করছি আমি দ্রুত সুস্থ হয়ে স্টেজে ফিরবো।’’

নতুন বছরের শুরুতে হিউ জ্যাকম্যানের বেশ কয়েকটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সব শো বাতিল করে দেয়া হয়েছে। যারা অগ্রিম টিকেট কিনে রেখেছিলেন তাদের অর্থ ফেরত দিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয় এই অভিনেতা লে মিজেরাবল, প্রিজনার্স, দ্য প্রেস্টিজ, দ্য গ্রেটেস্ট শোম্যান সহ একাধিক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন। কিছুদিন পরেই ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’-এ দেখা যাবে তাকে।

সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি