ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাহির কাছে ভালোবাসা আইসক্রিমের মত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২৯ ডিসেম্বর ২০২১

ঢাকাই সিনেমার যে কয়জন নায়িকা তরুণদের হৃদয়ে ঝড় তুলেছে তার মধ্যে অন্যতম একজন মাহিয়া মাহি। লাখো তরুণের স্বপ্ন ভেঙ্গে এখন সংসারী তিনি। খুব সুখেই যে দিন কাটাচ্ছেন তা তার সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। তিনি যে কতোটা ভালোবাসার কাঙাল সেটা বুধবারের এক পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন অনুরাগীদের।

মাহি লিখেছেন, ‘‘ভালোবাসা হচ্ছে একটা আইসক্রিমের মত। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোকনা কেনো, আইসক্রিমটা তার আগের রূপ আর ফিরে পাবেনা। কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ‘তোমাকে তো আমি পেয়ে গেছি , আর যত্ন করে কী হবে’ এই চিন্তাধারার মাধ্যমে।’’ 

মাহি আরও যোগ করেন, ‘‘আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতন রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি, আপনারা হয়তো জানবেন না, বুঝবেন না কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।’’

চলতি মাসেই দ্বিতীয় স্বামী রাকিবকে নিয়ে ওমরাহ পালন করতে যান এই নায়িকা। সেখানে গিয়ে পড়েন এক বিব্রতকর পরিস্থিতর মধ্যে। কারণ ওই সময়টায় সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়। ওমরাহ শেষে দেশে ফিরে আবারও সব কিছু নতুনভাবে শুরু করছেন এই নায়িকা। দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনেও।

এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি