ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ২৯ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক সময়ের সাড়াজাগানো চিত্রনায়িকা শাবনূর। সিডনির ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে বুধবার এক ফেইসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

করোনাভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শাবনূর।

হাসপাতাল থেকে দেওয়া ফেইসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘আপনাদের কাছে বিনীত অনুরোধ, করোনাভাইরাসকে হেলাফেলা হিসেবে নেবেন না। সকলে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও পারতপক্ষে ঘরে থাকার চেষ্টা করুন। আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে শিগগিরই ফিরে আসতে পারি।’

চিত্রনায়িকা শাবনূর তার ছেলে আইজানকে নিয়ে কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। তার ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরাও সিডনিতে থাকেন। মাঝে মাঝে দেশে আসেন। সিনেমায় অনিয়মিত শাবনূর সর্বশেষ কয়েক বছর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি