ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাড়ি চুরি করে বন্ধুর বিয়েতে গেলেন অভিনেত্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ২৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২৩:২০, ২৯ ডিসেম্বর ২০২১

নায়িকা সানিয়া মলহোত্রা।

নায়িকা সানিয়া মলহোত্রা।

Ekushey Television Ltd.

একজন বলিউড অভিনেত্রী শাড়ি চুরি করেছেন! তাও আবার এক নয়, একাধিক। সেটি আবার নিজেরই ছবির সেট থেকে! সেই শাড়িতেই সেজেগুজে গেলেন বন্ধুর বিয়েতে। শুধু তা-ই নয়। নায়িকা সানিয়া মালহোত্রা নিজে কবুলও করলেন সে কথা!

সানিয়ার হাতে একের পর এক ছবির প্রস্তাব। চলতি বছরে দু’টি ছবি। আগামী বছরে আরও তিনটি। তবু কেন নেটফ্লিক্সের ছবি ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’-এর সেট থেকে একাধিক শাড়ি চুরি করতে হল তাকে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই নিজের ‘অপরাধ’ মেনে নিয়েছেন সানিয়া। বলেছেন, ‘‘ছবিতে মীনাক্ষীর চরিত্র হয়ে উঠতে ভাল লাগত আমার। কী যে ভাল ভাল শাড়ি! সেট থেকে কয়েকটা শাড়ি চুরি করে বন্ধুর বিয়েতে পরে গিয়েছিলাম। এখনও আমার কাছে আছে সেগুলো।”

নেটফ্লিক্সের ছবিতে বলি নায়িকা ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানির বিপরীতে অভিনয় করেছেন সানিয়া। দক্ষিণ ভারতের মাদুরাইয়ের বাসিন্দা মীনাক্ষীকে (সানিয়ার চরিত্রের নাম) বেশির ভাগ দৃশ্যেই সিল্ক এবং সুতির শাড়ি পরে থাকতে দেখা গিয়েছিল। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি