ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বছরের শেষ দিনে দেখা যাবে অন্যরকম অনন্যাকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৩০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৪২, ৩০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

এরইমধ্যে বলিউডে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বর্তমানে ব্যস্ত আছেন নির্মাতা ও প্রযোজক কারাণ জোহরের ‘লাইজার’ সিনেমার কাজ নিয়ে। সিনেমাটি ঘিরে দারুণ কৌতুহল রয়েছে দর্শকমহলেও। সেই দর্শকদের জন্য এবার সুখবর হলো বছরের শেষ দিন সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করতে যাচ্ছেন কারাণ। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কারাণ লিখেছেন, "আসছে ৩১ ডিসেম্বর আসছে ‘লাইজার’-এর প্রথম ঝলক। অন্য এক অনন্যার দেখা মিলতে যাচ্ছে। অপেক্ষা করুন, হতাশ হবেন না।" 

সিনেমাটিতে অনন্যার সঙ্গে আরো দেখা যাবে কিংবদন্তী বক্সার মাইক টাইসনকেও।

তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অনন্যা বলেন, তিনি দুর্দান্ত একজন মানুষ। আমি মিথ্যা বলছি না, তার ব্যক্তিত্ব এবং বক্সিং উজ্জ্বলতার কারণে তার সঙ্গে যোগাযোগ করতে আমি কিছুটা ভয় পেয়েছিলাম। আমরা তার খেলা দেখে বড় হয়েছি। তবে কাজের ক্ষেত্রে তার অপ্রতিরোধ্য ইমেজের বিপরীতে তিনি অত্যন্ত ঠাণ্ডা এবং মজার ছিলেন।"

উল্লেখ্য, সিনেমাটি তেলেগু ও হিন্দি ভাষায় শুট করা হয়েছে। তবে নির্মাতারা তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় ডাবিং করে সিনেমাটি আগামী বছরের ২৫ আগস্ট সারাদেশে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন।

সূত্র: গ্যাজেট ক্লক
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি