ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শার্ট খুলে নতুন বছরকে স্বাগত জানালেন হৃত্বিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২ জানুয়ারি ২০২২

'বলিউডের গ্রীক গড' শব্দটি শুনলেই যার কথা প্রথম মাথায় আসে তিনি হৃত্বিক রোশন। হৃত্বিক এমন একজন অভিনেতা যিনি তার অভিনয় দক্ষতার জন্য যতটা জনপ্রিয়, ঠিক ততটাই জনপ্রিয় তার সুন্দর চেহারা ও নাচের জন্য। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হৃত্বিক, মাঝেমধ্যেই নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। এবার নতুন বছরকেও স্বাগত জানালেন তার নিজের ভঙ্গিতেই।

সম্প্রতি মলদ্বীপে বেড়াতে গিয়েছেন হৃত্বিক, আর সেখানেই তিনি পুরোনো বছরের শেষ দিন ও নতুন বছরের শুরুও করলেন। মালদ্বীপে গিয়ে তার সকল অনুগামীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন হৃত্বিক। তবে একদম শার্টলেস, আর তাতেই নেটদুনিয়ায় ছড়ালো আগুন। অভিনেতার এই রূপ দেখে তার অনুগামীরা একেবারে উত্তেজিত হয়ে গেছেন।

বাকিদের মতোই তিনিও এদিন ২০২২-কে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এবং তা করেছেন শার্টলেস হয়ে। ইনস্টাগ্রামে নিজের শার্টলেস ছবি আপলোড করার পাশাপাশি ক্যাপশনে হৃতিক জুড়লেন, # ২০২২।চলো, দারুণভাবে বাঁচা যাক’’।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি