ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুশান্তের সোশ্যাল মিডিয়া থেকে এল নিউ ইয়ারের শুভেচ্ছা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সুশান্ত মারা যাওয়ার প্রায় দেড় বছর পর নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা এল তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে। এতে হতবাক ভক্তরা!

নিউ ইয়ারের সকালে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ‘হ্যাপি নিউ ইয়ার’ বার্তা পেয়ে চমকে গিয়েছিলেন তার ভক্তরা। তবে পরে জানা গেল, অভিনেতার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেছেন তার দিদি শ্বেতা।

সেই শুভেচ্ছা বার্তায় লেখা ছিল, ‘সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবার সব ভালো হোক। আমি শ্বেতা সিং কীর্তি ভাইয়ের হয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’

সুশান্ত মারা যাওয়ার পর থেকে এই প্রথম কোনও পোস্ট এল! তাই প্রথমে বেশ চমকে যান অভিনেতার সব অনুরাগীরা।

তাই অনেকে কমেন্ট করেন, ‘আমার একটা হার্ট বিট মিস হয়ে গিয়েছিল। মনে হয়েছিল সুশান্ত ফিরে এসেছে।’, কেউ লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি…’, ‘এখনও আমি ভাবতে পারি না তুমি নেই’, ‘সুশান্ত আসলে আমাদের সাথেই আছে’,  কেউ বা লিখেছেন, ‘মিস করছি তোমায় ভাই’।

মাত্র ৩৪ বছর বয়সে মারা গিয়েছেন সুশান্ত। তার রহস্য মৃত্যুর তদন্ত চলছে এখনও। প্রসঙ্গত, অভিনেতার মৃত্যুর পরেই মুক্তি পায় তার শেষ ছবি ‘দিল বেচারা’ ডিজনি+হটস্টারে! যা তুমুল সাফল্য পেয়েছিল। সকল ভক্তই চোখের জল ধরে রেখে দেখেছিল ছবিটা।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি