ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত পরিচালক ও প্রযোজক একতা কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:০০, ৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

একের পর এক বলিউড তারকাদের করোনা আক্রান্তের খবর আসছে। এবার করোনা আক্রান্ত পরিচালক-প্রযোজক একতা কাপুর। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন একতা আর সকলকে সতর্ক করে দিয়েছেন।

নিজের পোস্টে একতা লিখেছেন, সব ধরনের সতর্কতা নেওয়ার পরেও তিনি করোনা আক্রান্ত। সঙ্গে যারা তার সংস্পর্শে এসেছেন সকলকে করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একতা লিখেছেন, ‘সব ধরনের সতর্কতা নেওয়া সত্ত্বেও আমি কোভিড পজিটিভ। আমি ভালো আছি। যারা আমার সংস্পর্শে এসেছেন গত কয়েকদিনে সকলকে করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

একতার পোস্টের পরেই তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করতে শুরু করেন সহকর্মী-বন্ধুরা। শ্বেতা তিওয়ারি লেখেন, ‘ওহ… নিজের খেয়াল রাখো আর জলদি সুস্থ হয়ে যাও’।

হিনা খান লিখেছেন, ‘জলদি সেরে ওঠো’। মৌনী রায় লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। অনেক ভালোবাসা’।

বিক্রান্ত মেসি মন্তব্য করেছেন, ‘তোমার দ্রুত আরোগ্য কামনা করি। অনেক ভালোবাসা আর আদর পাঠালাম।’

এদিকে করোনায় আক্রান্ত জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। একটি বিবৃতি জারি করে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেতা।

এর আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে করিনা কাপুর খান, অমৃতা আরোরা, মাহিপ কাপুর, শানায়া কাপুর, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, রিয়া কাপুরদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি