ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ডায়েট ভুলে বড় হাঁ করে জাঙ্কফুড খেলেন কারিনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৩ জানুয়ারি ২০২২

পরনে লাল জ্যাকেট, দু'চোখে গাঢ় কাজল এবং আইলাইনার, চুল টেনে বাঁধা। চোখ বড় বড় করে মুখরোচক খাবার ‘ক্রয়স্যান্ট’এ কামড় বসাচ্ছেন কারিনা। এমন একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বছরের প্রথম সোমবার স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা ছিল.. এবং সারা বছর যেমন খুশি খাওয়াই যেত.. যখন এটা ক্রয়েস্যান্ট, তখন খাওয়াই যায়।' 

৩১ ডিসেম্বর রাতে বাড়িতেই গ্র্যান্ড সেলিব্রেশন করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। এরপর ২০২২ সালে বছরের প্রথম দিনই বাবা রণধীর কাপুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বেবো। ছেলে জেহ-কে সঙ্গে করে নিয়ে রণধীর কাপুরের বাড়িতে গিয়েছিলেন অভিনেত্রী।

শনিবার বিকেলে রণধীর কাপুরের বাসভবনে প্রবেশ করতে দেখা গেছে করিশ্মা কাপুর এবং ববিতাজি'কে। পাপারাৎজির লেন্সবন্দিও হয়েছিলেন তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি