ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাহির মা হওয়ার আভাস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৪১, ৪ জানুয়ারি ২০২২

ঢালিউডে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত বছর বিয়ে করেছেন রাকিব সরকার নামের এক ব্যবসায়ীকে। এ বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়েছে ঢালিপাড়ায়। তবে সব আলোচনাকে এক পাশে রেখে বিয়ের পরের সময়টা বেশ ভালোই উপভোগ করছেন মাহি। তবে এবার তিনি আলোচনায় এলেন মা হওয়ার ইঙ্গিত দিয়ে।

সম্প্রতি ফেইসবুকে কিছু ছবি পোস্ট করেছেন মাহি। যেখানে দেখা গেছে তিনি একটি হাসপাতালে ভর্তি। একটি ছবিতে দেখা গেল মাহি শয্যাশায়ী। পাশেই নামাজ পড়ছেন রাকিব।

তবে ২ জানুয়ারি পোস্ট করা এসব ছবির চেয়েও নেটিজেনদের নজরে বেশি এসেছে মাহির ক্যাপশন। যেখানে তিনি লিখেছেন, ‘‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’’

তারপর মাহির মা হওয়ার গুঞ্জনটি আরও বাড়লো নায়িকার ফেইসবুকে নতুন এক স্ট্যাটাসে। সেখানে তিনি লিখেছেন, ‘‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’’

এই পোস্ট দিয়ে যেন মা হওয়ার আভাসটির পূর্ণাঙ্গতা দিলেন মাহি। তিনি যেন তার শরীরে বেড়ে উঠা নতুন কোনো প্রাণের স্পর্শের কথাই বললেন, যাকে তিনি ঘুমন্ত দেখতে পাচ্ছেন। এই বোধ ও অনুভব মাতৃত্বের, যা নারীর জীবনে স্বর্গলাভের আনন্দ বয়ে আনে।

তবে নায়িকা বা তার স্বামী এখনো বিষয়টি নিয়ে কিছু বলছেন না। তাই আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

এদিকে মাহিয়া মাহি ব্যস্ত আছেন ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। হাতে আছে আরও বেশ কিছু কাজ। নতুন বছরে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিতে চান মাহি। যে পরিকল্পনায় তার ছায়াসঙ্গী প্রিয়তম রাকিব সরকার।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি