ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘অ্যাভেঞ্জার্স’ তারকার সঙ্গে সোনাক্ষী সিনহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ৪ জানুয়ারি ২০২২

ফেসবুক বা অন্যান্য গণমাধ্যম প্লাটফর্ম ব্যবহার করে প্রায়শই ভিন্ন দেশের তারকাদের একসঙ্গে লাইভ আড্ডা, টক শো ও বিভিন্ন সামাজিক কাজের প্রচারণা করতে দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়া বলিউড এবং হলিউডের তারকাদের মধ্যেও সম্পর্ক তৈরি করে দিয়েছে।এর আগে জ্যাকলিন ফার্নান্দেজ, আমান্ডা সার্নি, আনুশকা শর্মা এবং জুলিয়া মাইকেলসের মতো অভিনেতাদের সোশ্যাল মিডিয়াতে মজাদার আড্ডা উপভোগ করতে দেখা গেছে।

এবার সেই ধারাবাহিকতায় ‘টেটে-আ-টে’- তে দেখা মিললো ‘থর’খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ এবং সোনাক্ষী সিনহার। তারা একটি স্বাস্থ্য সম্পর্কিত ব্রান্ডের প্রচারণায় অংশ নিয়েছেন।

বিষয়টি জানিয়ে ‘দাবাং’ অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, ‘‘সুন্দর কিছুর মধ্য দিয়ে ২০২২ সাল শুরু করছি। ক্রিস হেমসোয়ার্থ ও গ্লোবাল ওয়েলনেস ব্র্যান্ড @Swissein-এর সাথে টেটে-আ-টে’- তে যুক্ত হয়েছি আমি। কোভিডের সময়ে কীভাবে নিজেদের নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখবো সে বিষয়ে কথা বলেছি।’’

তিনি আরো বলেন, ‘‘স্বাস্থ্য ঠিক রাখা, সামগ্রিক সুস্থতা নিয়ে টিপস শেয়ার করেছি। অনুষ্ঠানের শেষের দিকে ব্যক্তিগত আলোচনা করেছি। যা অনেক মজার ছিল। সর্বোপরি ভালো সময় কাটিয়েছি।’’

পোস্টে তিনি তাদের একটি ছবিও শেয়ার করেছেন।

‘অ্যাভেঞ্জার্স’ অভিনেতার বিশাল ভক্তশ্রেণি রয়েছে ভারতে। ‘এক্সট্রাকশন’খ্যাত অভিনেতাকে বলতে শোনা গেছে, ‘‘আমি ভারতকে ভালোবাসি। এখানের মানুষদের ভালবাসি। খাবার ভালোবাসি। এখানের সবাই অতিথি পরায়ণ। সবার ভালোবাসায় সিক্ত আমি।’’

একই প্রতিক্রিয়ায় সোনাক্ষি বলেন, ‘ভারতও তোমাকে ভালোবাসে, ক্রিস।’

শুধু তাই নয় অভিনেত্রী ক্রিসের ফিটনেস ভিডিওরও প্রশংসা করেন। আরও বলেন যে, তিনি ক্রিসের থেকে অণুপ্রাণিত হন।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি