ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আর একটু হলেই ব্রেকআপ হচ্ছিল যশ-নুসরাতের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ৪ জানুয়ারি ২০২২

২০২১ এর মাঝামাঝি পর্যন্ত যশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি নুসরাত। তবে, ছেলের জন্মের পর থেকে অর্থাৎ অগস্টে ঈশান হওয়ার পর থেকে যশের সঙ্গে সম্পর্কের গোপন কথা একে একে ফাঁস করতে শুরু করেন। 

অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও পা রেখেছেন নুসরাত জাহান। ইশক এফএমে ‘ইশক উইথ নুসরাত’ শুরু করেছেন সম্প্রতি। আর তাতেই হাজির হয়েছিলেন অভিনেত্রীর বর্তমান প্রেমিক যশ দাশগুপ্ত। আর সেখানেই কথা হয় ব্রেকআপ নিয়ে। 

যশের সাথে কথা প্রসঙ্গে নুসরাত জানান, ‘তোমার ফোন পেয়েই তো আমি নীচে নেমে আসি। গাড়িতে বসি। সেদিন আমাদের ব্রেকআপ হওয়ার কথা ছিল। কিন্তু তা না করে, আমরা সব ঠিক করে নিয়ে একসাথে থাকতে শুরু করি।’

এরসঙ্গে যশ যোগ করে বলেন, ‘এভাবেই আমাদের জার্নি শুরু হল’!

আপাতত বছর শুরুতে গোয়ায় ছুটি কাটাচ্ছেন যশ আর নুসরাত। সেখানে ফোর্ট আগুয়াডা থেকে বেশ কিছু ছবি তারা শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

২০২১ সালে দুর্গাপূজার আগে দিয়ে যশকে নিজের স্বামী হিসেবে পরিচয় দেন অভিনেত্রী। এমনকী, পূজার মৌসুমে  বেশ কিছু ছবিতে তাকে সিঁদুর, শাঁখা-পলাতেও দেখা গেছে। 

‘ইশক উইথ নুসরাত’ শোতেই অভিনেত্রীকে বলতে শোনা গেছে, আমি তোমার প্রেমে পড়লাম। ওটা আমার পছন্দ ছিল। তারপর তো বাদবাকিটা ইতিহাস।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি