ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয়বার করোনা আক্রান্ত কলকাতার কবি শ্রীজাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৪ জানুয়ারি ২০২২

ভ্যাকসিনের দুই ডোজ নিয়েও আবারও করোনায় আক্রান্ত হলেন কলকাতার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন দুঃসংবাদ।

ফেসবুকে একটি পোস্টে করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়ে শ্রীজাত লেখেন, “দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা’র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক’দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে জন্য মার্জনাপ্রার্থী।”

এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন টালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রিপোর্ট পজিটিভ এসেছে সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়েরও। তারাও হোম আইসোলেশনে রয়েছেন। 

করোনার কবলে পড়তে হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকেও।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি