ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আবারও করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৫ জানুয়ারি ২০২২

আবারও করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছেন টালিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। বর্তমানে দুজনই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৭ মিনিটে টুইট করে এ তথ্য জানান রাজ চক্রবর্তী নিজেই।

ভক্তদের করোনাবিধি মেনে চলার জন্যও টুইটে আবেদন জানিয়েছেন চিত্রপরিচালক রাজ।

করোনা আক্রান্তের বিষয়টি শুভশ্রীও ইনস্টাগ্রামে এক পোস্টে জানান। তিনি লেখেন, ‘‘তার এবং রাজের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং তারা আইসোলেশনে আছেন। একইসঙ্গে শেষ ৭২ ঘণ্টায় যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদেরকে করোনা টেস্ট করাতে এবং আইসোলেশনে থাকার পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।’’

শুভশ্রী আরও জানান, তারা ঠিক আছেন। তবে সবাইকে মাস্ক পরা এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে সবার ভালবাসা এবং আশীর্বাদে এই কঠিন সময় তারা কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছেন শুভশ্রী।

তবে এবারই প্রথম নয়। এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন টালিউডের এ তারকা দম্পতি। তবে একসঙ্গে নয়।

রাজ চক্রবর্তী প্রথমবার করোনায় আক্রান্ত হন ২০২০ সালের আগস্ট মাসে। ২০২০ সালের ১৭ আগস্ট টুইট করে সেই খবর জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে রাজ যখন বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন, তখন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন শুভশ্রী।

২০২১ সালের ২০ এপ্রিল সেই খবর জানিয়েছেন টালিউডের এই অভিনেত্রী। আক্রান্ত হয়ে সেই সময় বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি