ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ঢাকা মাতিয়ে গেলেন ‘লাল গেন্দা ফুল’ খ্যাত র‍্যাপার বাদশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:৫০, ৫ জানুয়ারি ২০২২

বলিউডের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার বাদশা। বর্তমানে বাংলাদেশেও বেশ জনপ্রিয় এ র‌্যাপার। মূলত 'লাল গেন্দা ফুল' গানটির মাধ্যমে বাংলাদেশে আরও বেশি পরিচিতি পান তিনি।

নতুন খবর হল সেই বাদশা ঢাকায় এসেছিলেন। এক ব্যবসায়ী পরিবারের গায়ে হলুদের আসর মাতিয়েছেন তিনি।

জানা যায়, বাদশা ছাড়াও সেই হলুদের আসরে ছিলেন আরও তিন বলিউড সংগীত তারকা। তারা হলেন প্রকৃতি কাক্কার, সুকৃতি কাক্কার ও আস্থা গিল। সবাই মিলে দুর্দান্ত সব পরিবেশনার মাধ্যমে জমিয়ে তোলেন পুরো আয়োজন। মাতিয়ে রাখেন  দর্শক-শ্রোতাদের।

বাদশার মূল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। তবে মঞ্চ নাম বাদশাতেই বেশি পরিচিত তিনি। ভারতীয় এই র‍্যাপ সংগীত গায়ক, সুরকার-সংগীত পরিচালক হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি