ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাড়িতে নেই বর, কার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন ক্যাট?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ৫ জানুয়ারি ২০২২

এখনও পুরোপুরি ফিকে হয়নি ক্যাটরিনার হাতের মেহেন্দির রঙ, গত মাসেই ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছেন এই বলি সুন্দরী। তবে বিয়ের পর চুটিয়ে সংসার করছেন এমনটা বলা যাবে না। কারণ শ্যুটিংয়ের কাজে বেজায় ব্যস্ত ভিকি। বিশেষ দিনগুলো নতুন বউয়ের সঙ্গে কাটাতে ইন্দোর থেকে মুম্বাই উড়ে এসেছিলেন ঠিকই তবে শ্যুটিং-এর জন্য এখন ইন্দোরই ভিকির ঠিকানা। অন্যদিকে জুহুর নতুন অ্যাপার্টমেন্টটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী। এমন সময় তার সঙ্গী হলেন কে? 

বিয়ের আগে পর্যন্ত ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি ক্যাটরিনা, তবে এখন সবটাই খুল্লমখুল্লা, কারণ এখন তিনি মিসেস ভিকি কৌশল।

আরব সাগর ঘেঁষা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অন্দরের নানান ছবি মঙ্গলবার উঠে এল ক্যাটরিনার ইনস্টাগ্রাম স্টোরিতে।

কংক্রিটের জঙ্গলের মাঝে যেন এক চিলতে সুবজে মোড়া ভালোবাসার নীড় ভিক্যাটের। বাড়ির সবচেয়ে পছন্দের জায়গার ঝলক এদিন তুলে ধরেন নতুন বউ।

সবুজে মোড়া সেই ছবিতে ধরা দিলেন ক্যাটরিনার বন্ধু তথা ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা। চেয়ার উপর বসে রয়েছেন তিনি, আনমনা বন্ধুকে লেন্সবন্দি করেছেন ক্যাট। এই ছবির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আমার অন্তরঙ্গ বন্ধু’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি