ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কন্যাসন্তানের বাবা-মা হলেন তিশা-ফারুকী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৪৪, ৬ জানুয়ারি ২০২২

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ঘরে এলো নতুন অতিথি। মা-বাবা হলেন তারা। আজ তাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। 

অভিনেত্রী তিশা আজ এক ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে এ তথ্য জানান। তিনি লেখেন, মা ও মেয়ে দুজনই তারা ভালো আছেন।

তিনি আরও জানান, খোদার বাগান থেকে সে আজ রাত ৮টা ২৭ মিনিটে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ।

বুধবার ঢাকার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিশা। মোস্তফা সরয়ার ফারুকী জানান, মা–মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

২০১০ সালে মোস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে। এর মধ্যেই কিছুদিন আগে তারা সন্তান আগমনের সুখবর জানান।

এসি
  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি