ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা পরিস্থিতিতে আবারো ‘শান’-এর মুক্তি স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মুক্তির প্রচারণার মাঝেই ঘোষণা এলো মুক্তি স্থগিতের। করোনা পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হল সিয়াম-পূজা অভিনীত চলচ্চিত্র ‘শান’-এর।

শুক্রবার ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও মুক্তি স্থগিত করা হয়েছে।

গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ‘শান’ এর গল্পকার ও ক্রিয়েটিভ প্রধান পুলিশ সুপার আজাদ খান।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘‘সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। কিন্তু করোনার ক্রমবর্ধমান গতিতে ‘শান’ ৭ জানুয়ারিতে মুক্তি পাবে না।’’

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়াচ্ছে বাংলাদেশে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন এই ভ্যারিয়েন্টটি নিয়ে তৎপর স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে।

এই নির্দেশনার ৫ নং-এ বলা হয়েছে, ‘সিনেমা হলে অর্ধেক বা কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।’ সবদিক বিবেচনা করেই শান’র মুক্তি স্থগিত করা হয়েছে বলে জানান পরিচালক এম রাহিম। 

তিনি বলেন, ‘‘অনেক বড় বাজেটের সিনেমা ‘শান’। কোভিড নিয়ে মানুষের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়েছে। এই সময়ে এতো বড় বাজেটের সিনেমা মুক্তি দিয়ে রিস্ক নিতে চাই না। তাই বুধবার দুপুরে সিদ্ধান্ত নিয়েছি শুক্রবার ‘শান’ মুক্তি দেব না।’’

এদিকে, ‘শান’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এম রহিম, সিয়াম আহমেদ, পূজা চেরী ও খল-অভিনেতা মিশা সওদাগর এবং শান সিনেমার প্রযোজক ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি