ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিদ্ধান্তের ঠোঁটে ঠোঁট রেখেছেন দীপিকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নতুন সিনেমা গেহরাইয়া মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে। এদিকে সিনেমাটির একগুচ্ছ নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে। আর পোস্টারগুলো প্রকাশ করা হয় অভিনেত্রীর জন্মদিনে।

 

প্রকাশিত পোস্টার গুলোর মধ্যে একটি দেখা যাচ্ছে অভিনেতা সিদ্ধান্তের ঠোঁটে ঠোঁট রেখেছেন দীপিকা। গেলো জানুয়ারি ছিলো অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন।

 

জানা গেছে, সম্পর্কের গভীরতার গল্প বলবে গেহরাইয়া সিনেমাটি। যেখানে অদেখা এক অবতারে হাজির হবেন অভিনেত্রী।কাপুর অ্যান্ড সনসপরিচালক শকুন বত্রার এই সিনেমায় দীপিকার চরিত্রের নাম আলিশা। দাম্পত্য পরকীয়ার বেড়াজালে আটকে থাকা আলিশার কাহিনি উঠে আসবে এতে। জেনের চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অন্যদিকে অনন্যা পাণ্ডেকে দেখা যাবে টিয়ার চরিত্রে।

 

আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে দীপিকা-সিদ্ধান্ত অভিনীতগেহরাইয়াসিনেমাটি। তবে এর আগে ২৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে সিনেমাটি মুক্তি পাবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি