ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শ্যালিকা ইসাবেলাকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা ভিকির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ৬ জানুয়ারি ২০২২

স্ত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানালেন ভিকি কৌশল। 

ক্যাটরিনা কাইফের বোন তথা শ্যালিকা ইসাবেলার জন্মদিন বলে কথা। ইনস্টাগ্রামে ঘটা করে শুভেচ্ছা জানিয়েছেন দুলাভাই ভিকি কৌশল। শ্যালিকার হাসিমুখের ছবি ইনস্টাগ্রামে স্টোরি করেছেন ‘উরি’ অভিনেতা। 

ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা যাচ্ছে ইসাবেলাকে। কালো টি-শার্ট এবং কালো টুপি মাথায় পরে সে। শ্যালিকাকে মিষ্টি নামে ডেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভিকি।

ছবির উপর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, ইসি। আজ কাজ করে এবং পার্টি করে সবথেকে ভালো সময় কাটিও।' সঙ্গে বেশ কিছু আদুরে ইমোজি জুড়ে দিয়েছেন ভিকি।

‘টাইম টু ডান্স' দিয়ে গত বছর বলিউডে ডেবিউ করেন ইসাবেলা। সুরজ পাঞ্চোলির সঙ্গে সেখানে অভিনয় করেছিলেন তিনি। 

গত ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের ৭০০ বছরের পুরোনো দুর্গে রাজকীয় বিয়ে সারেন ভিক্যাট। গত বছরের সবচেয়ে চর্চিত বিয়ের আসর বসেছিল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি