ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সপরিবারে করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৮ জানুয়ারি ২০২২

করোনাভাইরাস যেন টালিপাড়ায় এক মূর্তিমান আতঙ্কের নাম! এবার এই ভাইরাসে আক্রান্তের দলে যুক্ত হলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শুট করতে গিয়েছিলেন তিনি। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঠাণ্ডা লাগে সকলের। পরীক্ষা করে দেখা যায় তার স্বামী ‘সঞ্জয়’ ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ।

ঋতুপর্ণা গণমাধ্যমে বললেন, ‘‘দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠাণ্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করেছি।’’

টলিপাড়ায় করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। এই তালিকায় রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত সহ আরো অনেকেই রয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি