ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন জুটি গড়ার চেষ্টায় বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের বাইরে অভিনয় করতে দেখা যায়নি তাকে। বেশ কয়েকটি সফল সিনেমাও উপহার দেন তারা। সে সময় শাকিব ছাড়া তার অভিনয় না করাসহ নানা গুঞ্জনও ডালপালা মেলে। তবে মাঝে বিরতি দিয়ে একাধিক নায়কের সঙ্গে কাজে নিয়মিত হয়েছেন তিনি।

সেই ধারাবাহিকতায় করোনা পরবর্তী সময়ে বুবলী-নিরবের ‘চোখ’ সিনেমাটি দিয়ে হলে ফেরে নতুন সিনেমা। সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের মুখ না দেখলেও বুবলী তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি তিনি ‘টান’ শিরোনামের একটি সিনেমায় চিত্রনায়ক সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন। বর্তমানে এই সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।

শাকিব খানের বাইরে গিয়ে অন্য নায়কদের সঙ্গে কাজ করছেন, এটা নিজেকে প্রমাণ করা জন্য কি-না?

এমন প্রশ্নে গণমাধ্যমে বুবলী বলেন, ‘‘না, বিষয়টি তেমন না। আসলে প্রথমদিকে শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করেছি। এখনো করছি না, তা-ও কিন্তু না। আমি শুরু থেকেই বলে এসেছি গল্প, নির্মাতা ভালো হলে সবার সঙ্গেই কাজ করব। যেহেতু আমি একজন শিল্পী এবং ভালো কিছু কাজ করতে চাই, সেহেতু সবার সঙ্গে কাজ করার চিন্তা আমার আছে। সেই ধারাবাহিকতায় সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছি। আশা করছি ভালো কিছু হবে।’’

এছাড়া ‘টান’ সিনেমাটি নিয়ে তিনি আরো বলেন, ‘‘নাম শুনেই অনেকে হয়তো বুঝে গেছেন রোমান্টিক গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এক কথায়, গল্পটি অসাধারণ। রোমান্টিক হলেও গল্পটি একেবারে ভিন্ন মনে হবে দর্শকদের কাছে।’’

এদিকে আগামী মাসে মুক্তি পাচ্ছে বুবলীর নতুন সিনেমা ‘তালাশ’। গান পাগল একদল ছেলেমেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর একাধিক সিনেমা।

নতুন সিনেমা মুক্তি ও নিজের চলমান ব্যস্ততা নিয়ে বুবলী বলেন, ‘‘ আসছে মাসে তালাশ পর্দায় আসছে। সিনেমাটির ট্রেইলার দেখে যে প্রশংসা দর্শকরা করেছে সেটা হলে বসেও করবেন বলে আমি বিশ্বাস করি। মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাসিনো, বিদ্রোহীসহ বেশ কয়েকটি সিনেমা। এর বাইরে করোনার কারণে আটকে থাকা লিডার আমিই বাংলাদেশ, রিভেঞ্জ, কয়লা সিনেমাগুলোর বাকি কাজও শিগগিরই শুরু করব। এছাড়া মায়া:দ্য লাভসহ বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি