ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ঋণের দায়, কপিলের সহকর্মীর আত্মহত্যার চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:০৯, ৮ জানুয়ারি ২০২২

বলিউড অভিনেতা ও জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার সহকর্মী তীর্থানন্দ রাও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এক সময় কাজ করেছিলেন কপিলের সঙ্গে। কিন্তু বর্তমানে তার মাথার ওপর রয়েছে ধারের বোঝা। মানসিক চাপ সহ্য না করতে পেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 

জানা যায়, তীর্থানন্দ অতিমারির কারণে কাজ পাচ্ছিলেন না। আর্থিক কষ্টে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। আত্মহননের পথ বেছে নিয়েছিলেন একপ্রকার বাধ্য হয়েই। প্রতিবেশীদের নজরে বিষয়টি আসতেই হাসপাতালে তড়িঘড়ি করে তাকে ভর্তি করানো হয়।

অভিনেতা সুস্থ হওয়ার পর সংবাদমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে ফিরে আসার পরও তার সঙ্গে পরিবারের কেউ নাকি দেখা করতে আসেননি। একই আবাসনের বাসিন্দা হয়েও তার মা এবং ভাই খোঁজ নেন না তার। তার স্ত্রীও বিয়ে করেছেন দ্বিতীয়বার। মেয়েও বিবাহিত। তিনি একেবারে নিঃসঙ্গ জীবনযাপন করছেন।

কপিল শর্মার সাথে কাজের সুযোগ এসেছিল তীর্থানন্দের। কপিলের নিজের অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোতে কাজের প্রস্তাব দিয়েছিলেন তাকে। কিন্তু তখন একটি গুজরাটি একটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তীর্থানন্দকে। 

জানা গিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে কপিলের কাছে কাজ চাইতে পারেন তীর্থানন্দ রাও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি