ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাহুবলীর ‘কাটাপ্পা’ করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:২৪, ৯ জানুয়ারি ২০২২

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের তেলুগু অভিনেতা সত্যরাজ। তাকে অবশ্য 'কাটাপ্পা' নামেই বেশি চেনে মানুষ। এস এস রাজামৌলির বিখ্যাত ছবি 'বাহুবলী'র কাটাপ্পা চরিত্র চিত্রায়ন করা অভিনেতা সত্যরাজ আপাতত চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর অনুযায়ী, অবস্থার অবনতি হওয়ায় ৭ জানুয়ারি সন্ধ্যায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

একাধিক প্রতিবেদন অনুযায়ী অভিনেতার উপসর্গ গুরুতর হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার স্বাস্থ্যের অবস্থা আপাতত কেমন, সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।

যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্বেও করোনা আক্রান্ত হচ্ছেন তারকারা। ইতিমধ্যেই বহু বলিউড তারকা করোনা সংক্রমিত হয়েছেন।

এর আগে করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। খবর পাওয়া গেছে যে, করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি। তিনিও হাসপাতালে ভর্তি আছেন। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি