ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্বজন হারালেন করোনা আক্রান্ত মহেশ বাবু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৫৩, ৯ জানুয়ারি ২০২২

তেলেগু সুপারস্টার মহেশ বাবু করোনায় আক্রান্ত। শুক্রবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছিলেন তিনি। এই খারাপ সময়ে আরো খারাপ খবর আসলো তার পরিবারের পক্ষ থেকে। জানা যায়, শনিবার রাতে মহেশের ভাই রমেশ বাবু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

অনেক দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন রমেশ। পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে রমেশের মৃত্যুর কথা জানানো হয়। 

লেখা হয়, ‘‘গভীর দুঃখের সঙ্গে আমাদের প্রিয় ঘট্টমানেনি রমেশ বাবু গারুর প্রয়াণের কথা জানাচ্ছি। তিনি সারা জীবন আমাদের হৃদয়ে বাস করবেন।’’ 

বিবৃতি কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তার শেষযাত্রায় জনসমাগম না করার অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

রমেশের মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকাহত দক্ষিণী ইন্ডাস্ট্রিও। শোকপ্রকাশ করেছেন চিরঞ্জীবী, ধর্ম তেজার মতো তারকারা। 

জানা যায়, করোনায় আক্রান্ত থাকায় ভাইয়ের শেষযাত্রায় সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না মহেশ বাবু। পরিবার থেকে দূরে চার দেওয়ালে নিজেকে আলাদা রেখে সময় কাটাচ্ছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি