ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনা শেষে নিজেকেই চিনতে পারছিলাম না: দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৯ জানুয়ারি ২০২২

দীপিকা পাড়ুকোন, যার নাম শুনলেই কম্পন ওঠে লক্ষ যুবকের হৃদয়ে।বর্তমান সময়ে রবি তুঙ্গে থাকা বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। আর তিনি নাকি চিনতে পারছিলেন না নিজেকে? এমন কি হতে পারে!

হ্যাঁ, ২০২১ সালে এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডে শীর্ষে থাকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে দীর্ঘ দিন পর মুখ খুললেন তা নিয়ে। এক সাক্ষাৎকারে জানালেন করোনা পজিটিভ হওয়ার পর কীভাবে তার জীবনটাই বদলে গিয়েছিল।

সাক্ষাৎকারে দীপিকা’র দাবি নিজেকেই শারীরিকভাবে চিনতে পারছিলেন না তিনি!

দীপিকা জানিয়েছেন, ‘করোনা থেকে সেরে ওঠার জন্য যেই ধরনের স্টেরয়েড দেওয়া হয়েছিল সেগুলো আমার শরীরকে দুর্বল করে দিয়েছিল। কিছুই যেন মনে রাখতে পারছিলাম না। শরীরের সাথে মনের কোনও মিল খুজে পাচ্ছিলাম না। এ এক অদ্ভুত অনুভূতি।’

দীপিকা আরও জানান, করোনা নেগেটিভ হওয়ার পরেও পুরোপুরি সেরে উঠতে তার ২ মাস সময় লেগে গিয়েছিল। ওই সময় কাজ থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। খুব কঠিন সময় ছিল তার কাছে সেটা।

এর আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে শোনা গেছে তাকে। এমনকী, বছরখানেক আগে নিজের অবসাদের কথাও প্রাকশ্যে এনেছিলেন তিনি। এখনও তাকে কথা বলতে শোনা যায় তা নিয়ে।
দীপিকা নিজে 'লাইভ লাভ লাফ' নামে একটি ফাউন্ডেশনও চালান। যাতে যে সমস্ত মানুষ অবসাদে ভুগছেন তাদের পাশে দাড়াতে পারেন।

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি