ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা হচ্ছেন পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৮:২৪, ১০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মা হতে চলেছেন। কোনও সিনেমার দৃশ্য নয়, বাস্তব জীবনেই তিনি অন্তঃসত্ত্বা। জানা গেছে সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ।

সোমবার গণমাধ্যমকে পরীমণি জানান গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’ এর শুটিং এ প্রেমে পড়েন তারা। এরপর বিয়ে করেন। 

সোমবার দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যায়।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু করোনার মাঝে পরীমনিকে ৩ টাকার কাবিনে বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন পরীমণি। 

অন্যদিকে শরিফুল রাজ এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা। ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ন ডরাই সিনেমার মাধ্যমে পরিচিতি পেয়েছেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি