ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে অজানা তথ্য, জানেন হৃত্বিক রোশনের আসল নাম কি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ১০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

অভিনয়, নাচে তুখোড় হৃত্বিক রোশন এক সময় বলিউডে রাজত্ব করেছেন একাই। মাঝে বেশ কিছু ছবি বক্স অফিসে ততটা সাফল্য না পেলেও হৃত্বিক রোশনের জনপ্রিয়তা একই রয়েছে। অনেকটা  উল্কার গতিতে বলিউডে আগমন তার। প্রথম ছবি 'কাহো না পেয়ার হ্যায়' বক্স অফিসে হিট। আর  প্রথম ছবিতেই সুপারস্টার হৃত্বিক। এবারে এই তারকার জন্মদিনে জেনে নেওয়া যাক তার সম্পর্কে কিছু অজানা তথ্য।

১. হৃত্বিক রোশনের ডাক নাম যে 'ডুগ্গু', তা তো সকলেই জানেন। কিন্তু জানেন কি এই নাম কার দেওয়া? জানা যায়, অভিনেতার ঠাকুমা তাকে এই নাম দিয়েছেন।

২. সহকারী পরিচালক হিসেবে ক্যরিয়ার শুরু করেন হৃত্বিক রোশন।

৩. 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিতে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসে পারফর্ম করতে দেখা যায় তাকে। স্কাই ডাইভিং, আন্ডারওয়াটার ডাইভিংয়ের মতো স্টান্টে নিজেই পারফর্ম করেছিলেন হৃত্বিক রোশন। শোনা যায় এমনটাই।

৪. 'দিল চাহতা হ্যায়' ছবিতে অক্ষয় খান্নার চরিত্রে এবং ''ডন'' ছবিতে শাহরুখ খানের জায়গায় পরিচালক ফারহান আখতারের প্রথম পছন্দ ছিলেন হৃত্বিক রোশন। 

৫. হৃত্বিক রোশনের পুরো নাম অনেকেরই জানা নেই। তাকে সকলে এই নামেই চেনেন। কিন্তু 'কহো না পেয়ার হ্যায়' তারকার সম্পূর্ণ নাম হৃত্বিক রোশন নাগরাথ।

৬. সাঁতারেও দারুণ পটু অভিনেতা।

৭. অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান, সালমান খানের পর হৃত্বিক রোশন পঞ্চম ভারতীয় তারকা যার মাদাম ত্যুসোর মিউজিয়ামে মোমের মূর্তি রয়েছে।

৮. বলিউডে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে প্রথমদিকে থাকে হৃত্বিক রোশনের নাম।

৯. শোনা যায়, ছোটবেলায় নিজের জন্য ডিম আর আলুর চিপস রান্না করতে পছন্দ করতেন হৃত্বিক।

১০. 'কারান অর্জুন' এবং 'কোয়েলা' ছবিতে রাকেশ রোশনের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন হৃত্বিক।

সূত্র: এবিপি আনন্দ

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি