ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

একের পর এক ঝড় বয়ে চলেছে বলিউড তারকা শাহরুখ খানের পরিবারের ওপর। কিছু দিন হলো ছেলে জেল থেকে ফিরেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছিল খান পরিবার। কিন্তু এরই মধ্যে আবার তার বাড়ি মান্নাত উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। হুমকির অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভারতীয় গণমাধ্যম জানায়, মধ্যপ্রদেশের জবলপুর থেকে জীতেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

খবরে বলা হয়, মহারাষ্ট্র পুলিশের দপ্তরে ফোন করে এক ব্যক্তি মুম্বাইয়ের জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোসহ একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দেয় গত সপ্তাহে। সে তালিকায় শাহরুখের মান্নাতও ছিল। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ফোনটি করা হয়েছিল মধ্যপ্রদেশের জবলপুর থেকে। মহারাষ্ট্র পুলিশের থেকে খবর যায় মধ্যপ্রদেশ পুলিশের কাছে। জবলপুর থেকে আটক করেন জীতেশ ঠাকুর নামে ওই ব্যক্তিকে।

পুলিশের দাবি, মাতাল অবস্থাতেই ‘মান্নাত’সহ মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ওই হুমকি দিয়েছিল জীতেশ। ওই ব্যক্তি মূলত বিবাহিত জীবনে অশান্তির জেরেই নাকি এমন কাণ্ড ঘটিয়েছে।

আপাতত মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছেন অভিযুক্ত। পরে তাকে তুলে দেওয়া হবে মহারাষ্ট্র পুলিশের হাতে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি