ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাদাগিরির সেটে ফিরছেন করোনা জয়ী সৌরভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১২ জানুয়ারি ২০২২ | আপডেট: ১১:২৮, ১২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

করোনা মুক্ত হয়েছিলেন আগেই, তবে বুধবারই প্রথম বাড়ির বাইরে পা রাখবেন সৌরভ। 
ডিসেম্বরের শেষে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে হাসপাতালেও ভর্তি হতে হতে হয়েছিল। এতে চিন্তায় পড়েছিলেন ভক্তরা। অবশেষে সুখবর, করোনামুক্ত সৌরভ। জানা গেছে বুধবার থেকেই ‘দাদাগিরি’র শ্যুটিং শুরু করছেন তিনি। 

করোনা আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। তার শরীরে বেশ কিছু কো-মর্বিডিটি রয়েছে, সেই কারণেই কোনওরকম কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কলকাতার বেহালার বাড়িতে নিভৃতবাসে ছিলেন সৌরভ। এর মাঝে কোভিড রিপোর্ট পজিটিভ আসে প্রাক্তন ভারত অধিনায়কের কন্যা সানারও। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন সানা, ক্রিসমাসের ছুটি কাটাতে নিজ দেশে ফিরেছিলেন তিনি, এরপরেই করোনা পজিটিভ হন।

এরপর সৌরভের পরিবারে পর পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে তার চাচাসহ আরও কয়েকজনের। জানা গেছে, মঙ্গলবার সানার কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি