ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হৃত্বিকের সাবেক স্ত্রী সুজান করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১২ জানুয়ারি ২০২২

করোনায় আক্রান্ত হয়েছেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ এলে মঙ্গলবার সকালে অনুরাগীদের সে খবর দিলেন সুজান নিজেই। এদিকে ঘটনাচক্রে সোমবারই ছিল সাবেক স্বামী হৃত্বিকের জন্মদিন।

সুজান লিখেছেন, ‘‘গত দু’বছর ধরে কোনক্রমে কাটিয়ে এসেছি। কিন্তু ২০২২ সালে তৃতীয় বারে আর পারলাম না। কোভিডের ওমিক্রন রূপ শরীরে বাসা বেঁধেছে। গত রাতে পজিটিভ হয়েছি। সকলে সাবধানে থাকবেন। এ বারে এই সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে।’’

এদিকে সুজানের সঙ্গে অভিনেতা আরসালান গনির সম্পর্কের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। সুজানের পোস্টে তারই একটি মন্তব্য চোখে পড়ে সবার।
 
যেখানে গনি লিখেছেন, ‘‘খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’’ পাশে চুম্বনের চিহ্ন জুড়ে দিয়েছেন তিনি। সুজান তার উত্তরে লিখেছেন, ‘‘নিশ্চয়ই। ধন্যবাদ আরসালান।’’ 

টাইগার শ্রফ, বিপাসা বসু, সঞ্জয় কপূর, নীলম কোঠারির মতো একাধিক তারকা সুজানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি