ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

সবাইকে ছেড়ে কাকে বেছে নিলেন সুস্মিতা সেন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১২ জানুয়ারি ২০২২

গত বছরই রোহমান শলের সঙ্গে সম্পর্ক ভাঙ্গার কথা ইনস্টাগ্রামে ফ্যানদের জানিয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। নিজের শর্তে জীবনে কীভাবে বাঁচতে হয় সুস্মিতা সেন তা জানেন। শুরু থেকেই কখনও সমাজের চাপিয়ে দেওয়া বিধি নিয়ম তিনি মানেননি। বরং ছক ভেঙে তৈরি করেছেন নতুন মাইলস্টোন। সাম্প্রতিক একটি পোস্টে এই নায়িকা শেয়ার করলেন নিজের মনের কথা। 

সমুদ্রের ধারে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আমি পানির কাছে বাস করি, আমি সমুদ্রের ধারে নাচতে পারি, আমি যা হতে চাই তা আমি নিজেই বেছে নেই #কাজেরঅগ্রগতি #কল্পনা #নতুন সৃষ্টি #শক্তি। আমি তোমাদের ভালোবাসি!!! দ্রুত একটি ইচ্ছা করুন...ট্রিপল 1 এবং ট্রিপল 2...হ্যাঁ, আজই এই তারিখ!!!”

বরাবরই নারী স্বাধীনতা, নিজেকে ভালোবাসা, ব্যক্তি স্বাধীনতা নিয়ে খোলাখুলি নিজের মনের কথা জানিয়েছেন সুস্মিতা সেন। সমাজের চাপিয়ে দেওয়া কোনও বিধিনিষেধ তিনি কোনদিনই মানেননি। নিজের চলার পথ নিজেই তৈরি করে নিয়েছেন। বার বার প্রেরণাদায়ক হয়ে দাঁড়িয়েছেন সেই সব মানুষের জীবনে, যারা নিজেদের কোন না কোন বাঁকে অন্ধকারে হারিয়ে ফেলেছিলেন। 

নিজেকে নিয়ে নায়িকা যে কতটা আত্মবিশ্বাসি তা বহুবারই প্রমাণ হয়েছে। এদিনের পোস্টে ঝলক পাওয়া গেল সেই দুরন্ত জীবনীশক্তির। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জীবনে অনেক কিছুই হতে পারতেন, সেই সুযোগও ছিল, কিন্তু তিনি নিজের মতো থাকাকেই বেছে নিয়েছেন। সুস্মিতার এমন মন ছুঁয়ে যাওয়া পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তার ভক্তরা।

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি