ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক সিনেমাতেই অক্ষয়ের পারিশ্রমিক ১৭০ কোটি রুপি !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। বলিপাড়ায় ‘হিট মেশিন’ হিসেবেও পরিচিত তিনি। করোনাকালে যখন সব হল দর্শক শূন্য, তখন অক্ষয়ের সিনেমা দেখতে দর্শক ফিরেছে হলে। আর সেজন্যই হয়তো আরও এক দফা পারিশ্রমিক বাড়িয়ে নিচ্ছেন অক্ষয়।

জানা যায়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। আর এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ১৭০ কোটি রুপি! সিনেমার বাকি সব খরচ মেলালেও অক্ষয়ের পারিশ্রমিকের চেয়ে তা কম হবে। এতে সিনেমার মোট খরচ গিয়ে দাঁড়াবে ২৮০ কোটি রূপিতে।

এই সিনেমাতে অক্ষয়ের পাশাপাশি আরও দেখা যাবে টাইগার শ্রফকে। শোনা যাচ্ছে, টাইগারও প্রযোজকদের থেকে বড় অংকের পারিশ্রমিক নেবেন।

জানা যায়, অ্যাকশনে ভরপুর হবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। আর সিনেমাটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর।

সূত্র: বলিউড লাইফ
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি