ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কপিল শর্মার জীবনী নিয়ে সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৫ জানুয়ারি ২০২২

জীবন যুদ্ধে হাড় না মেনে স্বার্থকতা পাবার অপর নাম কপিল শর্মা। লক্ষ লক্ষ মানুষের মন খারাপের দিনে মন ভালো হবার ওষুধের নাম কপিল শর্মা। কারণ কপিল হাসতে জানেন, হাসাতে জানেন। কিভাবে হাসাতে হয় তা শিখিয়েছেন অনুরাগীদের।

এবার জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার জীবনী নিয়ে তৈরি হতে চলেছে নতুন সিনেমা। মৃগদীপ সিংহ লাম্বার পরিচালনায় ও মহাবীর জৈনের প্রযোজনায় বড় পর্দায় আসতে চলেছে কপিল শর্মার জীবনকাহিনী ‘ফানকার’।

এ বিষয়ে প্রযোজক বলেন, ‘‘মানুষকে অবিরাম হাসির খোরাক জুগিয়ে দেন কপিল। আমাদের প্রত্যেকের জীবনেই ভালবাসা, আনন্দ, হাসির প্রয়োজন। যে মানুষ সেই দায়িত্ব নিয়েছেন, তার জীবনের গল্প বড় পর্দায় নিয়ে আসতে চেয়েছি আমরা।’’

এই সিনেমার পাশাপাশি মুক্তি পাচ্ছে ‘কপিল শর্মা: আই অ্যাম নট ডান ইয়েট’। কপিলের স্ট্যান্ড আপ হিসেবে তৈরি হয়েছে এই বিশেষ পর্ব। আগামী ২৮ তারিখ মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই বিশেষ পর্বের ঘোষণা করে একটি বিবৃতি জারি করেছে নেটফ্লিক্স। তাতে বলা হয়েছে, ‘অমৃতসরের গলি থেকে মুম্বইয়ের সেট পর্যন্ত কপিল শর্মা আমাদের বিনোদনের রসদ জুগিয়ে যাচ্ছেন। এখনও চলছে তার এই সফর। আপনাদের আরও হাসাতে আসছেন কপিল শর্মা।’
সূত্র: আনন্দবাজার
আরএমএ/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি