ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কোভিডকে জয় করে বাসায় সোহেল রানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৫ জানুয়ারি ২০২২

করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। শুক্রবার বিকেলে তাকে বাসায় নেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে তার ছেলে মাশরুর পারভেজ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আব্বু করোনামুক্ত হয়েছেন। আগের চেয়ে তার শারীরিক অবস্থা বেশ ভালো। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।’’

মাশরুর পারভেজ আরও বলেন, ‘‘ বাসায় আনা হলেও আব্বুকে ডাক্তারের পরামর্শ মেনেই চলতে হবে। ৩ থেকে ৪ সপ্তাহ পর আবারও হাসপাতালে নিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করাতে হবে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।’’

উল্লেখ্য, এর আগে গত ৬ জানুয়ারি সোহেল রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। তার আগে গত ২৫ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। করোনা উপসর্গ নিয়েই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর তার করোনা শনাক্ত হয়। করোনা ও বার্ধক্যজনিত কারণে সোহেল রানার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি